ত্রিশালের চেলেরঘাটে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

১২৪

ত্রিশালের চেলেরঘাটে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত।
মোঃ সজীব হোসাইন, বিভাগীয় প্রধান- ময়মনসিংহ।
আজ সকাল ৭.৩০ মিনিটে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেলেরঘাট নামক জায়গায় দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকদের বহন করে বাসটি ত্রিশাল থেকে ভালুকার দিকে যাচ্ছিল। অতপর ঘটনাস্থলে ৩ জন ও পরে ২ জনের মৃত্যু হয়। আরো একাদিক রোগী আশংকা জনক অবস্থায় রয়েছে। আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে নিহত তিনজন হলেন, ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২)। তারা সবাই রাসেল গার্মেন্টের শ্রমিক। পরে একজন নারী ও একজন পুরুষ মারা যায়, দুই জনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়, তিনি হলেন- সোহেল মিয়া (৩৫)। তিনি ত্রিশালের রাগামারার আহেদ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, মূলত যাত্রীবাহী দুইটি বাস অধিক যাত্রী উঠানোর জন্য পাল্টাপাল্টি করায় দুর্ঘটনাটি ঘটে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.