পত্নীতলা, ধামইরহাট ও জয়পুরহাট সীমান্তে পাচারকারীসহ বিপুল পরিমান মাদকদ্রব্য আটক।

 

মোঃ সাইদুল ইসলাম হেলাল,ব্যুরো প্রধান রাজশাহী। অদ্য ৩১ মার্চ ২০২৪ তারিখ ০১০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কালুপাড়া বিওপির নায়েক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে স্পেশাল অপারেশনস টিম কর্তৃক ধামইরহাট সীমান্তে অভিযান পরিচালনা করে ভারত সীমান্ত হতে মাদক পাচারের সময় অমরপুর হটাৎপাড়া এলাকা হতে ০৬ জন পাচারকারী (ক) মোছাঃ লাইলী (৪১), পিতা-মৃত হাফিজুর রহমান, গ্রাম-অমরপুর, পোষ্ট-চন্ডিপুর, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ, (খ) মোছাঃ নুরজাহান বেগম (৩৪), পিতাঃ মৃত হাফিজুর রহমান, গ্রাম-অমরপুর, পোষ্ট-চন্ডিপুর, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ, (গ) মোঃআব্দুর রহমান (২৪), পিতাঃ মইর উদ্দিন, গ্রাম-অমরপুর, পোষ্ট-ধামইরহাট, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ, (ঘ) মোঃ নাইম (২০), পিতা- মোঃ ফজলুর হক, পিতা- মোঃ ফজলুর হক, গ্রাম-অমরপুর, পোষ্ট-চন্ডিপুর, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ, (ঙ) মোঃরফিকুল ইসলাম, পিতা-মোঃ বাচ্চু মিয়া, গ্রাম-দুর্গাপুর, পোষ্ট-চন্ডিপুর, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ২৩০ পিসসহ আটক করতে সক্ষম হয়। অপর একটি অভিযানে ০১৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নায়েক মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে রাধানগর বিওপির স্পেশাল অপারেশনস টিম কর্তৃক পত্নীতলা সীমান্তবর্তী রাধানগর গ্রামের আম বাগান দিয়ে ভারত হতে মাদক পাচারকালে ০২ জন মাদক পাচারকারীকে ধাওয়া করলে ৩০ বোতল ভারতীয় এমকেডিল (মাদক) ফেলে পালিয়ে যায়। একই রাতে অন্যএকটি অভিযানে রাধানগর বিওপির স্পেশাল অপারেশনস টিম এর কমান্ডার নায়েক মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে পত্নীতলা সীমান্তবর্তী রাধানগর ফরেষ্ট বাগান এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২২০ বোতল ভারতীয় এমকেডিল (মাদক) আটক করতে সক্ষম হয়।

অন্যদিকে, অদ্য ০৩০০ ঘটিকায় কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আসাদুজ্জমান এর নেতৃত্বে কড়িয়া বিওপির স্পেশাল অপারেশনস টিম কর্তৃক পাঁচবিবি উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ভারত হতে মাদক পাচারকালে ০১ জন মাদক পাচারকারী মোঃ নুর ইসলাম, পিতা-কিনা মন্ডল, গ্রাম- রামকৃষ্ণপুর, ডাকঘর-কড়িয়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে ভারতীয় এমকেডিল (মাদক) ২০ বোতলসহ আটক করতে সক্ষম হয়।

যুগপৎভাবে পরিচালিত ০৪টি অভিযানে মোট ধৃত আসামী ০৭ জন, ট্যাপেন্টাডল ট্যাবলেট-২৩০ পিস এবং এমকেডিল (মাদক)-২৭০ বোতল।

প্রচলিত নিয়মানুযায়ী মাদকদ্রব্য ও মাদক পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নওগাঁ এবং জয়পুরহাট সীমান্তে মাদকের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি ।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.