গরীবের বাজারে নতুন অতিথি ‘’কাটা আলু’‘

৪৮

 

অনন্ত সেলিম
বগুড়া জেলা প্রতিনিধি,বগুড়াঃ সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে বাজারে এখনো আলু বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা পর্যন্ত। যদিও সরকারি ভাবে ৩২ টাকা কেজি আলু কিছু কিছু জায়গায় বিক্রি করছে আলু ব্যবসায়ীরা।তবে গরীব অসহায় শ্রেনীর মানুষ এই সরকারি ভাবে আলু বিক্রি  হচ্ছে জেনেও সেখান থেকে ক্রয় করতে পারছে না।আয় স্বল্পতার কারনে তাদের অসময়ে বেশি দামেই আলু ক্রয় করতে হচ্ছে। আলু ক্রয় সক্ষম ব্যক্তিরা বেশি বেশি আলু ক্রয় করার কারনেও গরীব কম দামে আলু ক্রয় করা থেকে বঞ্চিত হচ্ছে। অপর দিকে সামনে শীত কাল, সব্জীর চাষের আওতায় আলুকে বেশি প্রাধান্য দিবে কৃষক আর তারই ধারাবাহিকতায় জমিতে আলু লাগাতে শুরু করেছে চাষিরা। বড় ধরনের আলু কেটে কেটে লাগাতে পছন্দ করেন কুষক। এজন্য বীজ বাদে যে অংশ টুকু অবশিষ্ট থাকে সেই  অংশটুকুকে দ কাটা আলু বলে।  এই মহুত্তে ৫০-৫৫ টাকার আলুর ক্রয় করা গরীবদের পক্ষে  সম্ভব নয় তাই কৃষক বেছে নিয়েছেন এই কাটা আলু। সব কিছুর অন্তরালে দ্রব্যমূল্যের উদ্ধগতির মুহূর্তে  কষ্টের বাজারে তাদের জন্য অর্থ্যাৎ গরীবের বাজারে এই কাটা আলুই এখন জীবন বাঁচানোর জন্য নতুন অতিথি।  এই গরীবের জন্য হলেও বাজারে যেন নতুন কোন সিন্ডিকেট তৈরি না হয় এজন্য নিয়মিত বাজার মনিটরিং করা সরকারের দরকার।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.