বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের দুই সদস্য নিহত, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার।

 

রিমন পালিত, বান্দরবান  ব্যুরো।বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

আজ রবিবার (২৮ এপ্রিল) আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই জন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে।এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় হামলা চালায় কেএনএফ। এ সময় তারা সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি করে অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় রুমা ও থানচিতে ৯টি মামলা করা হয়। বর্তমানে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে পাহাড়ে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।

 

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.