কলেজে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ রাত ৮টার পর |

১২

সুস্মিতা মুন্সী,ঢাকা প্রতিনিধি |

শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদনের ফল আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। রাত ৮টার পর ফল প্রকাশ করবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে জানা যাবে এইচএসসি কলেজ ভর্তির ফলাফল।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ভর্তির জন্য ১৩ লাখ শিক্ষার্থী আবেদন করেছিলেন। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ৭ থেকে ১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন।

দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ শুরু হবে ১২ই সেপ্টেম্বর থেকে। যা চলবে ১৪শে সেপ্টেম্বর পর্যন্ত। এই ধাপের ফল প্রকাশ করা হবে ১৬শে সেপ্টেম্বর।
আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা।

আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চয়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ই অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ই অক্টোবর।

উল্লেখ্য ,২০২৩ সালের সকল বোর্ডের এসএসসি-দাখিল সমমান পরীক্ষায় পাস করেছেন প্রায় ১৬লাখ ৪১হাজার ১৪০ জন শিক্ষার্থী।প্রথম পর্যায়ের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছিল ১০ই আগস্ট এবং শেষ হয়েছে ২০শে আগস্ট।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.