নাগরপুরে রাজিবের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন।

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা মো. আলম মিয়ার ছেলে ভাদ্রা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. রাজিব মিয়াকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মে) দুপুরে ভাদ্রা বাজারে ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে নিহত রাজিবের পরিবার ও নেতা কর্মীসহ উপস্থিত সকলে প্রশাসনের কাছে রাজিবের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইমন খান রুবেলের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. রতন মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত রাজিবের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. আলম মিয়া, স্ত্রী সুমী বেগম, বোন রুমা আক্তার, দুই শিশু ছেলে সাফী ও রাফী। আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা যুবলীগের সদস্য ও ভাদ্রা বাজার বণিক সমিতির সাবেক সাধারন সম্পাদক মো. আরিফুল হক আরিফ, ভাদ্রা ইউনিয়ন যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক শেখ নিশাদ নাছির, দপ্তিয়র ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ও ভাদ্রা বাজার বণিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক মো. নিতুজ্জামান তুনির ও ইউপি সদস্য মো. ফিরোজ মিয়া। এসময় ইউনয়ন আওয়ামী যুব ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীসহ নিহতের স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: বৃহস্পতিবার (২ মে) বেলা ১১টার দিকে ভাদ্রা ইউনিয়নের পংভাদ্রা গ্রামে গাছের পড়া বেল নেয়াকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা মো. আলম মিয়ার ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাজিব আলম রাজিব (৩৫) কে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.