মোল্লাহাট এ মোবাইল কোর্ট অভিযান

২৬১

পার্থ রায়,উপজেলা প্রতিনিধি, মোল্লাহাট,বাগেরহাটঃ

বাগেরহাটের মোল্লাহাটে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাক্স পরিধান না করায় স্বাস্থ্যবিধি না মানায় ও বিভিদ অপরাধে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ৬ টি মামলায় ১০ হাজার ছয়শত টাকা জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায় মাক্স পরিধান না করায় ও চায়ের দোকানে তাস-লুডু ও আড্ডা দেয়া সহ বিভিন্ন অপরাধে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ৬ টি মামলায় এ জরিমানা করেন ।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃওয়াহিদ হোসেন মোল্লাহাট এর দারিয়ালা, নাশুখালি ও জয়ডিহি সহ বিভিন্ন বাজারে বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

উল্লেখ মোবাইল কোর্টের উপস্থিত বুঝতে পেরে
নাশুখালি বাজারে সহ কয়েকটি বিভিন্ন চায়ের দোকানের আড্ডাবাজ ও তাস-লুডু খেলোয়াড়রা দিক- বিদিক হয়ে এদিক ওদিক দৌড়ে পালায়।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃওয়াহিদ হোসেন দৈনিক সাহসী কন্ঠ কে জানান, এ অভিযান চলমান অব্যাহত থাকবে। যদি কেউ এর আওতায় আসে তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে।এ সময় তিনি স্বাস্থ্য বিধি মেনে চালার পরামর্শ দেন এবং অনেক এর মাঝে মাক্স বিতরণ করেন।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.