কবিতা: বিচার

৩৮

কবি মোঃসাইফুল ইসলাম শামীম (কৃষিবিদ)

পাওনা আমার,
দাও না তুমি,
এ কেমন তোমার বিচার৷
আমার পাওনা,
আমায় দিবে,
হাতপাত তুমি কার দ্বার?

ভালমন্দ যাচাই বাছাই,
যদি তুমি করতে চাও,
নিজ গুনেতেই করা যায়৷
যদি তুমি না পার,
করতে তা,
আসন পেতে বসলে কেন সেথায়?

প্রভু আমার বিচার করে,
সব জাতেরে দেয় ছায়া,
কাউকে রাখে না অনাহারে৷
তুমি মানুষ,
দুই দিনের পেয়ে ক্ষমতা,
কত যে ধর ভাব,আহা রে!

যার যা পাওনা,
মিটাও সঠিক ভাবে,
ধরা নইলে শেষ বিচারের দিন৷
ভবের জীবনে,
নাই তো কোন বিভেদ,
এক প্রভুতেই আসিবে সুদিন৷

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.