বামনায় ডায়রিয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে

১২

মেহেদী ফেরদৌস মিদুল (বামনা প্রতিনিধি): কিছু দিন যাবত বরগুনার জিলার বিভিন্ন উপজেলাতে বাড়ছে ডায়েরিয়া আক্রান্তের সংখ্যা। বর্তমানে বামনা উপজেলা ও এর বাহিরে নয় বামনার হাসপাতাল কমপ্লেক্সটি এখন ডায়েরিয়া রোগীতে পরিপূর্ণ । রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় সিট সংকট দেখা দিয়েছে, ধারন স্বাস্থ্য কমপ্লেক্স টি ধারন ক্ষমতার থেকে ৩ গুন বেশি রোগী হওয়ার কারনে রোগীরা এখন মেঝেতে চিকিৎসা নিচ্ছেন । মাত্রাতিরিক্ত রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। হাসপাতালের ডায়েরিয়া রোগীদের জন্য নির্ধারিত কক্ষে রোগীর ভীড়।

প্রতিদিনই রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় দেখা দিয়েছে স্যালাইনের সংকট। সেক্ষেত্রে অনেক রোগীকে বাইরের বিভিন্ন ওসুধের দোকান থেকে স্যালাইন কিনতে হচ্ছে ৷

অনেক এ মনে করছেন বরগুনার বিভিন্ন নদী ও খালে লবন জল প্রবেশ করায় ও প্রচন্ড গরম ডায়েরিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এই সংকট উত্তরণের একমাত্র পথ হলো নিরাপদ পানি ব্যবহার করা ও বেশি করে তরল খাদ্য গ্রহন করা।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.