স্বাস্থ্য ঝুঁকিতে ২২ নং ওয়ার্ড পূর্ব রামপুরা জামতলা ঢাকা।

২৩

 

রোকনুজ্জামান, ঢাকা ।ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পূর্ব রামপুরা জামতলা পানির পাম্প সংলগ্ন শাপলা লেন রোড সহ আশেপাশের বেশ কয়েকটি রোডের সংস্কার কাজ করতে গিয়ে ওয়াসার পানির লাইন কেটে ফেলে। ফলে সোয়ারেজ লাইনের ময়লা পানির লাইনের সাথে একাকার হয়ে গিয়েছে।

আংশিক কাজ করে এভাবে উন্মুক্ত করে ফেলে রেখেছে। ফলে মানুষের যাতায়াতের চরম ভোগান্তি হচ্ছে।
আজ সকালে অফিস গামী একজন ভদ্রমহিলা এবং তার দুই জন স্কুলগামী শিশুদের নিয়ে স্কুলে যাবার পথে উন্মুক্ত ম্যানহল এর মধ্যে পড়ে যায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, প্রতিটা পরিবার এখন পানি বাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। যেমন, আমাশয়, কলেরা, টাইফয়েড, জন্ডিস ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে পড়েছেন।
ইতোমধ্যে অনেকেই অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল, পুলিশ হাসপাতল এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এই অঞ্চলের জনগণ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। ছোট ছোট বাচ্চা গুলোকে নিয়ে প্রতিটি পরিবার এখন চরম উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন।

এই দুর্যোগ অবস্থা সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা কে অবগত করলেও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি।

অতি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে জামতলা পানির পাম্প এর আশেপাশের সকল নাগরিকের জীবন স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.