নোয়াখালীতে ৩০০ ট্রাক-লরি শ্রমিক পেলেন প্রধানমন্ত্রীর উপহার

২১

মোঃ নুর আলম, নোয়াখালী প্রতিনিধিঃ লকডাউনে নোয়াখালীতে কর্মহীন হয়ে পড়া ট্রাক লরি ও আন্তঃজেলা পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুভেচ্ছা উপহার খাদ্য সামগ্রী দিয়েছে নোয়াখালী জেলা প্রশাসন।

রোববার সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে ৩০০ কর্মহীন হয়ে পড়া ট্রাক লরি ও আন্তঃজেলা পরিবহন শ্রমিকদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন ডিসি মোহাম্মদ খোরশেদ আলম খান। এসময় সামাজিক দূরত্ব মেনে ত্রাণ বিতরণ করা হয়।

উপহার সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ২ লিটার সয়াবিন তেল দেয়া হয়।ডিসি মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৩০০ জন ট্রাক লরি ও আন্তঃজেলা পরিবহন শ্রমিকদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অনান্য পেশার মানুষের হাতে এই উপহার পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এসময় অতিরিক্ত ডিসি (সার্বিক) ইসরাত সাদমীন, অতিরিক্ত ডিসি (শিক্ষা ও আইসিটি) নাজিমুল হায়দার সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.