নীলফামারীর সৈয়দপুরে পায়ু পথে বাতাস ঢুকিয়ে শ্রমিকের মৃত্যু- আটক ১

৭৫

নীলফামারী জেলা প্রতিনিধি।

নীলফামারী জেলার সৈয়দপুরে পায়ু পথে বাতাস ঢুকিয়ে দেয়ায় ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের খালিশা ধুলিয়া মালিপাড়ার সুধির চন্দ্র(৬২) নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। সুধির আলহাজ নমির উদ্দিন অটোরাইস মিলের শ্রমিক ছিলেন।
জানা যায়,গত ১৯ অক্টোবর বৃহস্পতিবার ,সুধির চন্দ্র কাজ করতেন অটোরাইস মিলে। সেই সময় মোরশেদুল হাওয়া মেশিন দিয়ে ধান পরিষ্কার করছিলেন। এই সময় দুষ্টামির ছলে সুধির চন্দ্র রায়ের পায়ু পথে বাতাস ঢুকিয়ে দেন মোরশেদুল। পরক্ষণে পেট ফুলে যায় সুধিরের। অসুস্থ হয়ে পরলে তাৎক্ষণিক তাকে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আবারো পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন রাত ১০টায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় অভিযুক্ত তারাগঞ্জ উপজেলার জদ্দিপাড়ার মো: আকুলুর ছেলে মোঃ মোরশেদুল ইসলাম (২৭) নামে একজনকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ।
সৈয়দপুর থানার (ওসি) সাইফুল ইসলাম জানান,লাশ ময়নাতদন্ত শেষ করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মোরশেদকে আটক করে এবং চলছে মামলার প্রস্তুতি।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.