কক্সবাজারকে কেন্দ্র করে উৎসব মেতে উঠে, রামু বাইচ প্রতিযোগিতা

৫০

মোহাম্মদ নুরনবী কক্সবাজার প্রতিনিধি

পরিস্থিতি ভালো না থাকার কারণ কয়েক বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে অনুষ্ঠিত হলো রামুর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার বিকালে রামুর বাঁকখালী নদীর তীরে অনুষ্ঠিত হয় এ বাইচ। এই প্রতিযোগিতায় হাজারো দর্শকের সুরে সুরে ধ্বনি আর নাচে গানে উৎসবের আমেজে অনুষ্ঠিত হলো এই ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে অফিসেরচর দ্য ইয়াং বাহুবলী। রানার্স আপ হয়েছে অফিসেরচর বিটিসিএল নৌ দল এবং তৃতীয় স্থান লাভ করেছে অফিসেরচর কৃষক ক্লাব নৌ দল। প্রতিযোগিতায় অফিসেরচর দ্য ইয়াং বাহুবলীর মো. তাহসিন সেরা খেলোয়াড় এবং অফিসেরচর বিটিসিএলের মো. জসিম উদ্দিন সেরা মাঝির পুরস্কার, কক্সবাজার রামু ফতেখাঁরকুল ইউনিয়নের বৃহত্তর অফিসেরচর ক্রীড়া পরিষদের উদ্যোগে অফিসেরচর আতিক্কাবিবির ঘাট সেতুর দক্ষিণ পাশের বাঁকখালী নদীতে অফিসেরচর আন্তঃ নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৩ আয়োজন করা হয়।

এ বাইচ দেখার জন্য দুপুর হতে দূরদূরান্তের হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে নদীর দুই তীর। আয়োজক সূত্রে জানা গেছে,অফিসেরচর গ্রামের চারটি নৌ দল এ নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। দলগুলো হলো- অফিসেরচর কৃষক ক্লাব, অফিসেরচর বিটিসিএল, অফিসেরচর রাউনাফ ও অফিসেরচর দ্য ইয়াং বাহুবলী। চারটি দলের মধ্যে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারনসহ মোট ১৪ ফাড়ি খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা গোলাম কবির, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ি হাবিবুল হক কোম্পানী, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হোসাইন, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ক্রীড়া সংগঠক আছাদ উল্লাহ, ব্যবসায়ি জামাল হোসেন, এডভোকেট তানভীর শাহ, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলসহ অন্যরা। সঞ্চালনায় ছিলেন, ক্রীড়া সংগঠক আরিফুল ইসলাম। রামুর ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা দীর্ঘ বছর ধরে চলে আসছিল। এবং নব্বই দশকের দিকে ঐতিহ্যবাহি এ খেলে চলতো পুরো মাস ধরে। কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা হতে দল আসতো খেলতে। লাখো দর্শকের মূখরিত হতো রামুর বাঁকখালী নদী। শিশু- কিশোরসহ বিভিন্ন শ্রেনির মানুষের কাছে জনপ্রিয় ছিল এ খেলা।নানা কারণে বিগত কয়েক বছর ধরে এ খেলা অনুষ্ঠিত হচ্ছেনা। এ খেলা প্রতি বছর আয়োজন করার দাবী স্থানীয়দের।
শব্দচরে রামবাসীর পক্ষ থেকে নৌকা বাইচ প্রতিযোগিতায় সবাই শুভ অঙ্গীকার ভঙ্গি করে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.