নীলফামারীতে ফ্রি চিকিৎসা সেবা প্রদান প্রতিবন্ধীদের

১৯

ওমর ফারুক, ব্যুরো প্রধান, রংপুর,

পরিবর্তন কারীর ভুমিকায় জাতি পরিবর্তন, গ্রাম পরিবর্তন হতে পারে, যদি প্রত্যেক মানুষ তার সঠিক দায়িত্ব পালনে যথাযথ গঠনমূলক নীতিবান হয়।

সুর্যের দেখা মিলেও কমেনি মেঘলা আকাশের বৃষ্টি , ঠিক সময়ে উত্তরের শিল্পীনগরী-

নীলফামারী জেলা প্রতিবন্ধী অফিসের আয়োজনে ও স্বেচ্ছাসেবী সংগঠন দীপ্ত ফাউন্ডেশন এর সার্বিক সহযোগীতায় ২দিন ব্যাপী লক্ষীচাপ আলোর বাজারে প্রতিবন্ধীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।

বুধবার(১৪ই সেপ্টেম্বর) সকাল ৯টা হইতে দুপুর ২ টা পর্যন্ত এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত ফ্রি চিকিৎসা কেন্দ্রে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কমকর্তা শাহজাহান আলী ।

এ সময় প্রতিবন্ধীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন , স্বপ্না তরফদার (কনসালট্যান্ট ফিজিওথেরাপি), আশিকুর রহমান (থেরাপি সহকারী),মিনারুজ্জামান মুন্না (অপ্টোমেট্রিশিয়ান(টেকনিশিয়ান-২) প্রমূখ ।

উল্লেখ্য প্রতিবন্ধিদের উক্ত ২ দিন ব্যাপী ফ্রী চিকিৎসা সেবা বৃহস্পতিবারও সকাল ৯টা থেকে দুপুর ২টা পযন্ত প্রদান করা হবে।

এ সেবা অত্র এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে, শুধু তাই নয়..যুগে যুগে নিরাপদ স্বাভাবিক চলাচল ও সুস্থতা অনুভব করে প্রত্যেকটি মানুষ, আর তারেই ধারাবাহিকতায় এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.