টানা বর্ষণে দশমিনার কাঁচাবাজারে নৈরাজ্য

মেহেদী হাসান আশিক :

কয়েকদিনের টানা বর্ষণে দূর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। সম্প্রতি আবহাওয়ার অযুহাত দেখিয়ে দেখিয়ে পটুয়াখালীর দশমিনা উপজেলার সকল হাট-বাজার গুলোতে সবজির দাম নিয়ে চলছে এক ধরনের নৈরাজ্য ৬৫-৮০টাকার নিচে মিলছে না কোন সবজিই।

সবজির দাম নিয়ে ব্যবসায়ীরা বলেন, আবহাওয়ার কারণে সবজি সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দেওয়ায় দাম বাড়ছে। তবে ক্রেতাদের অভিযোগ চাহিদার সঙ্গে যোগানের গাটতি হলে যেমন দাম বাড়ে তেমনি যোগান পরিমিত হলে চাহিদা অনুযায়ী দাম কমে যাওয়ার কথা। কিন্তু সবজি ব্যবসায়ীরা যতই ঘাটতির কথা বলেন, ততই তাদের কাছে সবজি আরো বেশি দেখা যায়। চালের বাজারেও বিরাজ করছে একই অবস্থা মাস খানেক আগে হঠাৎ বেড়ে যাওয়া দাম আর নতুন চাল আমদানির পরেও দাম বেড়েছে। চালের দাম সম্পর্কে উপজেলার গছানী বাজারের ব্যবসায়ী মো. শাহজাহান হোসেন আর সবজি বিক্রেতা মো. সুলতান সরদার জানান, বৃষ্টির কারনে সব জায়গায় দাম বেশি দেখা দিয়েছে। বহু সবজি পানিতে নষ্ট হচ্ছে। আর রাস্তা য়াটের বেহাল দশার কারনে যেসব সবজি আসছে বহু সময় পর এসব কারনে সবজির সরবরাহ এখন যে কোনো সময়ের তুলনায় কম।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.