ঝড়ো আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকের ধান কেটে দিল সাতপাড় সরকারি নজরুল কলেজ ছাত্রলীগ

৪৪

 

শান্তনু রায়, উপজেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলা বৌলতলী ইউনিয়নের শ্মশান ডাঙ্গায় এক ক্ষতিগ্রস্ত কৃষকের ১০ কাঠা জমির ধান কেটে বাড়ি পৌছে দিল সাতপাড় সরকারি নজরুল কলেজ ছাত্রলীগ।

করোণা ভাইরাসের কারণে চলতি বোরো মৌসুমে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দেওয়ায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আদেশ বাস্তবায়নের লক্ষ্যে জেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নিউটন ও সাধারণ সম্পাদক এম.ডি আতাউর রহমান পিয়ালের নির্দেশে বৃহস্পতিবার (৬ মে) সকালে সাতপাড় সরকারি নজরুল কলেজের ছাত্রলীগ কর্মীদের একটি দল এক ক্ষতিগ্রস্ত কৃষকের ১০ কাঠা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন।

উক্ত ধানকাটায় অংশগ্রহণকারী কর্মীগণ-মাহাদি হাসান,সিজান আহমেদ, শেখ রোমান,সুমন,রাশেদ, সাকিব,নাইম,বাবু,ফাহিম,সোহেল,দিপ্ত,রাহুল,নাকিব,আবদুল্লাহ,শান্ত ও লিমন বাঙ্গালী।

সরকারি নজরুল কলেজের ছাত্রলীগ কর্মী লিমন বাঙালী তার কাছে তাদের অনুভুতির কথা জানতে চাইলে তিনি দৈনিক সাহসী কণ্ঠকে বলেন, গত বছরের ন্যায় এ বছরও আমরা শ্রমিক সংকটের শুরু থেকেই কৃষকদের পাশে আছি এর আগে আমরা ৬ জন দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছি এটা আমাদের ৭ তম ধান কাটা।

তিনি আরো বলেন,করোণা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় কৃষকদের পাশে থাকবে সাতপাড় সরকারি নজরুল কলেজ ছাত্রলীগে কর্মীরা।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.