চট্রগ্রাম থেকে হাতিয়া নৌ পথের যাত্রীদের স্বস্তির নিশ্বাস

৩১৮

ডেস্ক রিপোর্ট: আজ ৩১ মে চট্টগ্রাম হইতে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে এম.ভি তাজউদ্দীন জাহাজ। হাতিয়া উপজেলার মাননীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস এবং হাতিয়া জনকল্যাণ সমিতির চট্টগ্রাম এর সহ সভাপতি বদিয়জ্জামান ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আজ সকাল ৮ঃ৩০ মিনিট এর সময় এম.ভি তাজউদ্দীন জাহাজটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

উদ্বোধন কালে হাতিয়া উপজেলার মাননীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস বলেন যাত্রীদের সেবার মান আরো উন্নয়নের জন্য তিনি চট্টগ্রাম বি.আই.ডব্লিউ.টি.সি এর ডেপুটি জেনারেল ম্যানেজার বাবু গোপাল চন্দ্রকে নির্দেশদেন। চট্টগ্রাম সদরঘাট জেটি এবং কর্ণফুলী নদী ড্রেজিং সম্পর্কে আলোচনা করা হয়।এ বিষয়ে মাননীয় সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অতি দ্রুত আলোচনা করবেন বলে ডেপুটি জেনারেল ম্যানেজারকে আশ্বাস দেন।

জাহাজটির পরিবেশ খুবই সুন্দর। যাত্রীরা বলেন যেন এমন পরিবেশ এবং সেবা সবসময় থাকে। এই সময় আরো উপস্থিত ছিলেন চট্রগ্রামস্থ হাতিয়া ছাত্র-যুব পরিষদের সদস্যগণ। তারা যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জাহাজটি সকাল ৯ টার সময় চট্টগ্রাম থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.