হাটহাজারীতে হালদা নদীর শাখা খালে ভাসমান মৃত ডলফিন উদ্ধার

২২৭

 

 

নাছির উদ্দিন, হাটহাজারী, চট্টগ্রাম:

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৎস্য হেরিটেজ প্রকল্পের হালদা নদীর শাখা খাল তথা হাটহাজারী থানার অন্তর্গত ৮নং মেখল ইউনিয়নের পূর্ব মেখল গ্রামে অবস্থিত চেংখালী খালে আজ সকাল ৭টার দিকে আরফাত নামের ছেলেটির সহযোগিতায় খালে ভাটার সময়ে ভাসমান মৃত অবস্থায় একটি বিপন্ন প্রজাতির মৎস্য প্রাণী ডলফিন উদ্ধার হয়েছে। মৃত ডলফিন উদ্ধারের বিষয় অবহিত করেন শওকত (সাকু) বন ও পরিবেশ-বিশেষ সম্পাদক -হাটহাজারী উপজেলা ছাত্রলীগ। সংবাদ পাওয়া মাত্রই দ্রুত সরেজমিনে পরিদর্শন করে জানা যায়! আরফাত আজ সকালে বাড়ির পিছনে চেংখালী খালের পাড়ে গেলে সেখানে হঠাৎ করেই একটি মৃত ডলফিন ভাটার সময়ে পানিতে ভেসে যেতে থাকলে কৌতূহল বশত সে তৎক্ষনাৎ খালে নেমে রশি দিয়ে বেঁধে টেনে পাড়ে নিয়ে আসে।

মৃত ডলফিন উদ্ধারের ঘটনাটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য খালের ব্রীজে ও আশেপাশের জমিতে উৎসুক জনসাধারণের ভিড় বাড়তে থাকে। ধারণা করা যায়! কয়েকদিন আগে ভারী বৃষ্টিপাতে পাহাড়ি ঢল বেয়ে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রের হালদা নদীতে পড়লে নদীর পানি স্বাভাবিকের চেয়ে তীব্র পরিমাণ বেড়ে যাওয়ায় স্রোতের সৃষ্টি হলে দলছুট হয়ে গতিপথ হারিয়ে নিকটস্থ স্লুইসগেট দিয়ে চলে আসলে স্লুইসগেটের কোন ধাতব কাঠামোর সাথে সংঘর্ষে মারাত্মক ভাবে ডলফিনটি আহত হয়ে মারা যেতে পারে। তবে মৃত ডলফিনটি স্তন্যপায়ী ছিলো বলে নিশ্চিত হওয়া গেছে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.