সে আসুক

৩০

লেখক: সাগর হাসান মুক্তার।

সে আসুক,
এসে একবার বলে দিয়ে যাক
“আর যেন ভিজেনা দু’চোখ”।

এ পৃথিবীর সব সুখ আমার জন্য বিলুপ্ত হয়ে যায় যাক,
আমার একান্ত যত দুঃখ, তাই যদি অটুট থাকে থাক।
আরো কিছু বিচ্ছেদে ভরে যাক বুক,
তবুও সে আসুক।

আমাকে যদি সভ্য সমাজ থেকে নিষিদ্ধ করা হয়, হোক।
নির্বাসন দিক অথবা কারাবন্দি করুক।
বিরুদ্ধে চলে যাক কাছের সব লোক,
তবুও সে আসুক।

সে যদি এসে নতুন করে আবার দুঃখ দিতে চায়,
যতোই অভিযোগ তুলে বলবো সবই ঠিক!
একটুও আমাকে ভালো না বাসুক,
তবুও সে আসুক।

কারন সে আসলে একবার তার দেখা পাবো।
তার হাত ধরে একবার আমি শুধু তাঁর হয়ে যাব।
দুটি চোখ যদি তখন অশ্রুস্রোতে ভাসে,ভাসুক ।
তবুও সে আসুক।

আমার আর কোনো পিছুটান নেই,
আর কোনো পরোয়া নেই,
এই চাওয়াটুকু ছাড়া এ জীবনে দ্বিতীয়
আর কোন চাওয়াও নেই।

কে কি বলে বলুক!
কে কি ভাবে ভাবুক!
কেউ যদি হাসে হাসুক
তবুও সে আসুক শুধু একবার আসুক।

এসে একবার বলে দিয়ে যাক
“আর যেন ভিজেনা দু’চোখ”।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.