লিচু গাছে আম-এলাকায় চাঞ্চল্য

১৪

রুবি আক্তার,ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও সদরের ছোট বালিয়া মুটকি বাজার কলোনীপাড়া আব্দুর রহমানের বসতভিটায় ৫ বছর আগে রোপনকৃত লিচু গাছে আম ধরেছে।
এমন খবর জেনে স্থানীয়রা ছুটছেন তা এক নজর দেখতে। প্রাকৃতিকভাবে লিচু ফলের সাথে আমের ফলন হওয়ায় সবাইকে অবাক করে।

৫ বছর আগে বসত বাড়িতে লিচু গাছের চারাটি রোপন করি। পরিচর্চায় ৩ বছরের মাথায় ফল আসে। কিন্তু এবার লিচু গাছে আশানুরুপ মুকুল আসে। এরই মধ্যে মুকুল থেকে লিচু ফল বড় হতে থাকে। গাছ পরিচর্চা করতে গিয়ে চোখে পরে লিচু সাথেই এই ডালে একটি আমও হয়েছে। পরে বিষয়টি আশপাশে লোকদের জানালে তা ছড়িয়ে পরে। এখন এলাকার সবাই তা দেখতে ভীর করছে। তবে পুরো গাছে একটি আমই ধরেছে। এর বেশি চোখে পরেনি।

গাছের মালিক মুখে মুখে বিষয়টি সবাইকে বলতো কিন্তু সবাই মনে করতো হয়তো লিচু গাছে কলম করে আম গাছের চারা রোপন করেছে। কিন্তু তা নয়। আব্দুর রহমানের কথা শুনে এলাকার দু-একজন ব্যক্তি তা দেখতে গিয়ে অবাক হন। সত্যিই লিচু গাছে লিচু ফলনের সাথে তরতাজা আম ঝুলছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য শুরু হয়েছে। কিছুক্ষন পর পার ওই ব্যক্তির বাসায় লোকজন ভীর করছে তা দেখতে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.