মধ্যবিত্ত নিম্নবিত্তের এর ঘুম হারাম,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

১৯

নিজস্ব প্রতিবেদক ///বগুড়া ///:

আমাদের দেশের অধিকাংশ মানুষই নিম্নবিত্ত। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সামান্য আয়ে তাদের সংসার চালানো খুবই কষ্টকর। জনগণ আতঙ্কিত না হয়ে পারছে না যেভাবে দ্রব্যমূল্যর গতি বাড়ছে। সাধারণ জনগণের আমিষ খাওয়া তো দূরের কথা সাধারণ ভাবে জীবন যাপন করতে পারছে না। মধ্যবিত্ত নিম্নবিত্তের এর ঘুম হারাম হতে বসেছে ক্রমাগত দ্রব্যমূল্যের বৃদ্ধির জন্য। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
সাধারণ মানুষের ক্রয় সাধ্যের বাহিরে
বর্তমান বাজার :
সয়াবিন তেলের দাম (বোতল)১৭৫-১৮৫ টাকা
দেশি পিয়াজের দাম৫০-৬৫ টাকা
আমদানি পিয়াজের দাম৫০-৬০ টাকা
চিনির দাম১৩৫-১৪৫ টাকা
চালের দাম (নাজির/মিনিকেট)৬৫-৭৫ টাকা
ডিমের দাম (ফার্ম)৪৭-৫০ টাকা
বয়লার মুরগির দাম১৮০-২০০ টাকা
আলুর দাম২৫-৩৫টাকা
সাদা আটার দাম৬৫-৭২ টাকা
লবন প্রতি কেজি ৪০-৪৫
কাপড় ধোয়া সাবান ৩০-৪২ টাকা
গায়ে দেওয়া সাবন ৪৫-৭৫ টাকা

কেন দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতি কারা এর জন্য দায়ী এসব খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে।। শীঘ্রই দ্রব্যমূলের উর্ধ্বগতির লাগাম কে টেনে ধরতে হবে। তা না হলে সর্বস্তরের মানুষের মধ্যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে যে অসন্তোষ দানা বেড়েছে তা যে কোন সময় বিস্ফোরণ ঘটতে পারে।।।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.