কবিতা: বৈশাখ

২৩

লেখক: শফিকুল ইসলাম শ্যামল

বছরে অনেক দিন তবুও বৈশাখ
তোমাকেই খুঁজি
বৈশাখ তুমি কি সেই গ্রাম্য
ছেলের রাখাল বাসির সুর
রুপালি মাঠের মৃদু হাওয়া
নাকি সোনালী মাঠের নবান্ন তে মাতুয়ারা ৷

বৈশাখ তুমি কি গ্রাম্য বধুর
মায়া ভরা শাড়ির আঁচল
আলতা পায়ে কলসী কাঁখে পদ্ম পাতার জল
নাকি মায়ের হাতে পিঠা
পায়েস এর উৎসব ৷।

বৈশাখ তুমি কি অবুঝ মেয়ের
পুষে রাখা আশা
রেশমি চুরি হলদে ফিতে লাল টিপের পাতা
নাকি উৎসবে আমেজে
বটের তল ঘিরে রাখা ।

বৈশাখ তুমি কি বাউলের
হাতের একতারা
নাকি অবুঝ মনে ঝাঁকড়া চুলে
গা দুলানু আবেগ মাখা সরলতা ৷

বৈশাখ তুমি কি আনন্দ
উৎসবের জোয়ার
নাকি লাখ মানুষের প্লাণের ধ্বনি
মুছে দিয়ে যাও সকল গ্লানি
উঠান পেতে বস তুমি নতুন সূচনাতে
উৎসব আমেজে আগামীর আহবানে।

50% LikesVS
50% Dislikes
1 Comment
  1. Rigen Ahamed says

    আমদের কবির জন্য শুভ কামনা

Leave A Reply

Your email address will not be published.