বাবরি মসজিদ নির্মাণ করার কথা বলে দেশ-বিদেশে থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

২৮

 

ডেস্ক রিপোর্ট

মামুনুল হকের ৭ দিনের রিমান্ড শেষে।

হেফাজত নেতা আল্লামা মামুনুল হোকের রিমান্ড শেষে পুলিশ যা জানালেন।তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো মোবাইল ফোন।

পুলিশ সাংবাদিক সম্মেলনে জানান সাত দিনের জিজ্ঞাসা শেষ তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া যায় বলে জানান।তবে সব কিছু হলো মামুনুল হকে ররাজনীতির সিড়ি বেয়ে উপরে উঠার জন্য করা।

পুলিশ আরো দাবি করেন মামুনুল হকের বাংলাদেশের বাবরি মসজিদ নির্মাণ করার কথা বলে দেশ-বিদেশের বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া।তবে কি পরিমাণ অর্থ তা পরিষ্কার করে বলেন নাই।

বিভিন্ন তথ্য সুত্র অনুযায়ী পুলিশ জানান মামুনুল হক পাকিস্তানের রাজনীতি এজেন্ডা বাস্তবায়নের জন্য এগুলো করছে।দেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসা উগ্র জঙ্গি মনা লোক ম্যানেজ করতে টাকা পাঠিয়ে সংগঠন জোরদার করছে।

মামুনুল হকের সাথে তার ভগ্নীপতি মুফতি নেয়ামত উল্ল্যার যোগাযোগ আছে।যিনি দীর্ঘদিন ধরে পাকিস্তানে ছিল।এবং মামুনুল হক সহ প্রায় চল্লিশ দিন পাকিস্তানে অবস্থান করে।গ্রেনেড হামলার আসামি তাজের সাথে মুফতি নেয়ামত উল্ল্যার যোগাযোগ।

পুলিশ আরো দাবি করেন মামুনুল হকে বিভিন্ন মাহফিলে প্রধানমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রীদের সম্পর্কে যে কথা গুলো বলেন তার তার কোন প্রমাণ দিতে পারেন নাই।এবং রাজনৈতিক উদ্দেশ্য এগুলো বলে থাকেন।

পুলিশ এখনো তার বিয়ের সম্পর্কে সঠিক তথ্য না দিয়ে বললেন তিনি তিন চারটা বিয়ের কথা স্বীকার করেন।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.