করোনা প্রতিরোধে কাজ করছে মানবতার সেবা সংগঠন

৩৩

সাগর দও
(তজুমদ্দিন প্রতিনিধি)

করোনা মহামারীর মধ্যে কার্যক্রম থেমে নেই মানবতার সেবা সংগঠনের।
রবিবার সকাল ১০ ঘটিকার সময় ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক ও লিফলেট বিতরণ করছেন উক্ত সংগঠনের সদস্যবৃন্দ।কীভাবে করোনা মহামারীর প্রতিরোধ করা যায় সে সম্পর্কে জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়েছেন সংগঠনের সদস্যগন।
কার্যক্রম চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ নকিব হোসেন। সাধারণ সম্পাদক সাগর দও। কোষাধ্যক্ষ শৈশব দেবনাথ। সদস্য দূর্যয় মালী,আকাশ দাস,নয়ন শীল,হ্রদয় সিং,দ্বীপ দাস,জয় কর প্রমুখ।

সভাপতি মোঃ নকিব হোসেন বলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা স্যারের সাথে যোগাযোগ করে আমরা বিভিন্ন কার্যক্রম করে থাকি।স্যার আমাদের সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন।আজকের কার্যক্রম কীভাবে করা যায় তার ও দিক নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।স্যারকে এভাবে পাশে পেয়ে সত্যি আমরা গর্বিত।
সংগঠনের সাধারণ সম্পাদক বলেন আমরা গরীব দুঃখী মানুষের পাশে বিগত দিন ছিলাম, আছি এবং থাকবো।
জনসাধারণকে যেভাবে সর্তক করার দরকার আমরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করে সেভাবেই কার্যক্রম পরিচালনা করছি।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.