পিরোজপুরে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

৫৬

সঞ্জয় বৈরাগী, পিরোজপুর জেলা প্রতিনিধি,বড়িশাল।

দেশের প্রথম ধাপের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পিরোজপুর জেলার ৩২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৯টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী জয়লাভ করেছে। ১০টি ইউনিয়নে স্বতন্ত্র ও ৩টি ইউনিয়নে জাতীয় পার্টি (জেপি)’র সাইকেল প্রতীকের প্রার্থরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পিরোজপুর সদর উপজেলার ৪টি ইউনয়ন পরিষদ নির্বাচনে দুটিতে আওয়ামী লীগের প্রার্থী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। উপজেলার শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নে আওয়ামী লীগের মো. আজমীর হোসেন মাঝি (নৌকা) এবং টোনা ইউনিয়নিয়নে আওয়ামী লীগের মো. ইমরান আলম খান হারুন (নৌকা), কদমতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী মো. শিহাব হোসেন শেখ (আনারস) এবং কলাখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. হেদায়েতুল ইসলাম মিষ্টার (আনারস) নির্বাচিত হয়েছেন।

স্বরূপকাঠী উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা ৬টি ইউনিয়নে এবং ৪টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেছে।

উপজেলার স্বরূপকাঠী সদর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. আল-আমিন পারভেজ (নৌকা), বলদিয়া ইউনিয়নে মো. সাইদুর রহমান (নৌকা), সোহাগদল ইউনিয়নে মো. আব্দুর রশিদ (নৌকা), আটঘর কুড়িয়ানা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিঠুন হাওলাদার (আনারস), জলাবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. তৌহিদুল ইসলাম (আনারস), দৈহারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. জাহারুল ইসলাম (আনারস), গুয়ারেখা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদার (চশমা), সমুদয়কাঠী ইউনিয়নে মো. হুমায়ুন কবির ব্যাপারী (নৌকা), সুটিয়াকাঠী ইউনিয়নে রুহুল আমিন আসীম আকন (নৌকা), সারেংকাঠী ইউনিয়নে মো. নজরুল ইসলাম (নৌকা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নাজিরপুর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটিতে আওয়ামী লীগের প্রার্থী এবং অপর দুটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন।

উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগের মো. মোশারেফ হোসেন খান (নৌক), মাটিভাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদুল ইসলাম বিল, মালিখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. রুহুল আমিন দাড়িয়া বাবলু এবং শেখমাটিয়া ইউনিয়নে মো. আতিয়ার রহমান নান্নু (নৌকা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কাউখালী উপজেলার দুটি ইউপির একটিতে আওয়ামী লীগের প্রার্থী এবং অন্যদিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। কাউখালী সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান (চশমা) এবং আমড়াজুড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর হোসেন মুন্সী (নৌকা) নির্বাচিত হয়েছেন।

ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মো. কবির হোসেন বয়াতি (নৌকা) নির্বাচিত হয়েছেন।

ভান্ডারিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটিতে নৌকা এবং ৩টিতে আনোয়ার হোসেন এমপি মঞ্জু’র জাতীয় পার্টি (জেপি) প্রার্থী বিজয়ী হয়েছেন।

উপজেলার ধাওয়া ইউনিয়নে জেপির মো. সিদ্দিকুর রহমান টুলু (বাই সাইকেল), নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নে জেপির মেজবাহ উদ্দিন আরিফ (বাই সাইকেল), গৌরিপুর ইউনিয়নে মো. মজিবুর রহমান চৌধুরী (বাই সাইকেল), ভিটাবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের এনামুল করিম পান্না (নৌকা) নির্বাচিত হয়েছেন। এছাড়া তেলিখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামছু উদ্দিন হাওলাদার (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মঠবাড়িয়া উপজেলার ৬টি ইউপি নির্বাচনে ৫টিতে আওয়ামী লীগের প্রার্থী এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

উপজেলার তুষখালী ইউনিয়নে আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার (নৌকা), মিরুখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ খান, বেতমোড় রাজপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের দেলোয়ার হোসেন আকন (নৌকা), আমড়াগাছিয়া ইউনিয়নের আওয়ামী লীগের শারমিন জাহান (নৌকা), সাপলেজা ইউনিয়নে আওয়ামী লীগের মো. মিরাজ মিয়া (নৌকা), হলতা গুলিশাখালী ইউনিয়নে আওয়ামী লীগের মো. রিয়াজুল ইসলাম ঝনো (নৌকা) নির্বাচিত হয়েছেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.