পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ।

৪৩

“জাতিসংঘ এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবেনা। আমরা আসলে সুনির্দিষ্ট কোনো ম্যান্ডেট ছাড়া এটা করিনা। হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য মানবাধিকার
সংগঠনের রিপোর্টগুলো আমাদের নজরে এসেছে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে আমরা আবারও আহবান জানাচ্ছি তারা যেনো এটা নিশ্চিত করে যে, জনগণ যাতে স্বাধীনভাবে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং মতামত প্রকাশের সুযোগ পায়। তারা যেনো কোনো প্রকার হয়রানি বা বাঁধার মুখোমুখি না হন।”
জাতিসংঘের মহাসচিব আন্থোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক।

Well, we do not have… the UN is not deploying observers to these elections. We don’t… we rarely, rarely do that without a specific mandate. We, again, and we’ve seen the reports from Human Rights Watch and other organizations, we again call on all parties involved to ensure that people are able to express their votes freely, their opinion freely, free of any harassment.
Stephen Dozeric, spokesman for UN Secretary-General Antonio Guterres.

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.