নতুন জেটি চালু হল

৭২

আমির হোসেন, হাতিয়া প্রতিনিধি: হাতিয়ার সাত লক্ষ মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে। নোয়াখালী হাতিয়া দ্বীপ এলাকা হওয়ায় যে দিকে যাওয়ার প্রয়োজন হয়। পাড়ি দিতে হয় নৌ-যান।
তাই প্রয়োজন হয় জেটি।দীর্ঘ দিন ধরে কোন জেটি ছিল না নলচিরা ঘাটে, তবে জেটির টাকা নিতো ঠিকই। মানুষ হাটু বা কোমর পানিতে নেমে কাঁদার মধ্যে দিয়ে উঠতে হতো নৌকা বা জাহাজে।

কিন্তু ইতিমধ্যে চালু হলো নলচিরা জেটি।যাহা হাতিয়ার বর্তমান এমপি আয়েশা ফেরদৌস এর সৌজন্যে চালু হয়েছে বলে জানা যায়।তাই এবার কষ্টের সমাপ্তি হবে। বর্তমান হাতিয়ার মানুষগন আর্থিক ভাবে খুবই সচ্ছল। তাই তারা ভাতের জন্য এখন আর মানববন্ধন করে না, তাদের দাবি বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ।

আশা করি হাতিয়ার বর্তমান সংসদ সদস্য আশেয়া ফেরদৌস এমপি এই বিষয়টি দ্রুত পদক্ষেপ নিবেন। সর্বশেষ ধন্যবাদ জানান হাতিয়ার সকল শ্রেণির মানুষ।
তাদের অনেক দিনের স্বপ্নের একটি পূরণ হলো।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.