ঝালকাঠিতে মাসজুড়ে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন

৪০

স্টাফ রিপোর্টারঃ

মাহে রমজান উপলক্ষে পুর মাসজুড়ে ইফতার নিয়ে রাস্তায় রাস্তায় ছুটছে ঝালকাঠির ২টি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এর একটি হলো লাল সবুজ সোসাইটি’এবং অপরটি হলো ‘ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)। সংগঠন দু’টির কর্মকর্তা ও সেচ্ছাসেবী কর্মীরা পৃথকভাবে পহেলা রমজান থেকে অদ্য পর্যন্ত প্রতিদিন রান্নাকরা ইফতার সামগ্রী নিয়ে ছুটছে পথে প্রান্তরে। ইফতারের পুর্বে শহরের ষ্টেশন রোড, চাদকাঠি মোড়, কলেজ মোড়, মিনিপার্ক চত্বর, কাপুরীয়া পট্টির মোড়সহ শহরতলীর বিভিন্ন জায়গায় নির্ধারিত টি-শার্ট পরিহিত একঝাক তরুণ যুবকদের খাবারের প্যকেট হাতে নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায় প্রতিদিন। তারা খুজে খুজে অসহায় রোজাদারদের কাছে গিয়ে তাদের হাতে ইফতার তুলে দিচ্ছে। করোনা মহামারীতে জনসচেতনতা বৃদ্ধি সহ লাল সবুজ সোসাইটির সেচ্ছাসেবীরা বেশ কয়েক বছর যাবত ঝালকাঠিতে নানা কর্মসূচী পালন করে আসছে। যা ছিলো চোখে পড়ার মত। নারীর আত্মরক্ষার জন্য স্কুল/কলেজ পড়ুয়া ছাত্রীদের মার্শালআর্ট প্রশিক্ষন ছিলো এ সংগঠনের একটি প্রসংশনীয় উদ্যোগ। অপরদিকে মাত্র দেড় বছর আগে আত্মপ্রকাশ হওয়া ইয়ুথ অ্যাকশন সোসাইটি নামক সংগঠনটি ঝালকাঠিতে রেকর্ড মুলক কর্মকান্ড বাস্তবায়ন করেছে। গরীব ও অসহায়দেরকে ঈদবস্ত্র ও শীতবস্ত্র বিতরণ, শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, সামাজিক বনায়ন বাস্তবায়নের লক্ষে বৃক্ষ রোপন ও বিতরণ করাসহ টেকসই সমাজ উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তারা। সেচ্ছাসেবী এ সংগঠনের সভাপতি শাকিল হাওলাদার রনি এবং সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম রাব্বির সাথে আলাপকালে তারা বলেন, সামাজিক অবক্ষয় রোধকরা, মাদকমুক্ত সমাজ গড়া, অসাহায়ের পাশে থাকা বাঙালীর সংস্কৃতি চর্চা করাসহ নানা কর্মসুচী পালন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে লাল সবুজের সভাপতি কানিজ মিম এবং সাধারণ সম্পাদক মিসকাতুল হাসান সাফা জনিয়েছেন, সামাজ ও রাষ্ট্রের কাজে সেচ্ছাসেবক হিসেবে কাজ করার শপথ নিয়েই তারা এ সংগঠনে যোগদান করেছে। অসহায়দের জন্য আগামীতে আরো কিছু করার পরিকল্পনাও তাদের রয়েছে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.