ঈদের আনন্দ ভাগ করে নিতে “উপকূল ফাউন্ডেশন” এর অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

৫৫

 

আমির হোসেন, হাতিয়া প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় “উপকূল ফাউন্ডেশন”এর উদ্যোগে হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

হাতিয়া উপজেলার সোনাদিয়া চৌরাস্তা ও চরচেঙ্গা এলাকায় সমবার (১০মে) এই ঈদ উপহার বিতরণ করা হয়।

আয়োজকেরা জানিয়েছেন, এলাকার কর্মহীন হতদরিদ্র অসহায় কিছু পরিবার যাচাই বাছাই করে তাদের ঘরে ঘরে সেমাই, সুজি, দুধ,কিসমিস,সাবান,গরম মশলা,পোলার চাউল, চিনিসহ ঈদ সামগ্রী সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করেন।

উপকূল ফাউন্ডেশন এর সভাপতি গিয়াসউদ্দিন সোহেল বলেন, ‘দারিদ্রতা যেন কারো ঈদের আনন্দ ম্লান করতে না পারে। আমরা চেষ্টা করছি এমন কিছু পরিবারের মুখে হাসি ফুটাতে, করোনা সংকটে যাদের ঘরে কোন ঈদ আয়োজন নেই।আমরা তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে চাই।

 

এই আয়োজনে সঙ্গে ছিলেন উপকূল ফাউন্ডেশন এর সহ-সভাপতি নাহিদ ফয়সাল বলেন, ‘ঈদ উপহার বিতরণের মধ্যদিয়ে আমরা বলার চেষ্টা করেছি, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, ঈদের আনন্দ হবে সব মানুষের।’

ঈদ উপহার বিতরণ কাজে অংশ নিয়ে ছিলেন উপকূল ফাউন্ডেশন এর সভাপতি গিয়াসউদ্দিন সোহেল
সঞ্চালনায় ছিলেন উপকূল ফাউন্ডেশন সহসাধারণ সম্পাদক সোহেল রানা।
সহ সভাপতি নাহিদ ফয়সাল, সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল ,সহসাধারণ সম্পাদক সোহেল রানা,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মনির,সদস্য রাজিব উদ্দিন, আবু নাইম সাইফুল ইসলাম, বাকের উদ্দিন,রাকিব উদ্দিন প্রমুখ।

উপকূল ফাউন্ডেশন এর পক্ষ থেকে বলেন অসহায় মানুষের পাশে সমাজের উচ্চ বিত্তবান মানুষের এগিয়ে আসার আহবান জানান।এই কাজে তরুণ প্রজন্মের ভূমিকা রাখতে হবে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.