কবিতা: এলো মাহে রমজান

৬৫

কবি মোঃসাইফুল ইসসলাম শামীম(কৃষিবিদ)

চারিদিকে খুশির জোয়ার,
বছরে ঘুরে আবার এলো রমযান,
রহমত,মাগফেরাত আর নাজাতের মাস,
আমরা যে সবাই মুসলমান৷

খুশি খুশি বেজায় মহাখুশি,
সকল মুসলিম পরিবার,
মাহে রমযানই শ্রেষ্ট মাস,
গুনাহ মাফ হয় এ মাসে সবার৷

শিকল পায়ে শয়তান বন্দী,
আকাশ বাতাস জমিন নির্মল,
চারিদিকে বহে পুন্য হাওয়া,
রমযান মাসের এবাদতই আসল৷

রমযান মাসে সব মুসলমানের
ফরজ হল ত্রিশ রোজা,
পাপ পুঙ্খিলতা চাইতে ক্ষমা,
এ একটি মাসই অতি সোজা৷

সুবেহ সাদিক হতে সূর্যাস্ত,
সকল প্রকার পানাহার হতে বিরত,
রমযান মাসে ত্রিশ রোজায় ,
ত্রিশ ফরজে নিজকে কর রত৷

নামাজ পড়া, কুরআন পড়া,
মুক্ত হস্তে দান খয়রাত,
রমযানের ত্রিশ দিনে পাপ ক্ষয়ে,
মিলবে অনেক পূন্য সওগাত৷

ইফতার সেহরী সবি পুন্য কাজ,
মানবিক হও সবাই সবার তরে,
অসহায়ে দাও হাত বাড়িয়ে,
রমযান মাস এলো যখন ঘরে ঘরে,

রমযান মাসে আনো সবাই পুন্যতা,
বেহেস্তের কর সন্ধি,
এ মাসেতে যত নেকী,
সব প্রভুর নিজ হাতেতে বন্দি৷

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.