কক্সবাজারে র‌্যাব-১৫ কর্তৃক নিখোঁজ ভিকটিম উদ্ধার।

মোহাম্মদ আবদুল্লাহ, কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানাধীন কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে একজন নিখোঁজ ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরী সূত্রে অবগত হয় গত ০৪ জুলাই ২০২৩ খ্রিঃ সন্ধ্যা আনুমানিক ৭ঃ৩০ ঘটিকার সময় জনৈক মোঃ শহিদ উল্লাহ প্রধান এর ছেলে কাউসার প্রধান (৩২) মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন ভবেরচর এলাকা থেকে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার পর ভিকটিমের পরিবার আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ভিকটিমের কোন সন্ধান না পেয়ে তার পরিবার মুন্সীগঞ্জের গজারিয়া থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরী দায়ের করেন, যার জিডি নং-২০৩, তারিখ-০৬/০৭/২০২৩ খ্রিঃ।

উক্ত সাধারণ ডায়েরীর ভিত্তিতে র‌্যাব-১৫ এর ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল নিখোঁজ ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ০৬ জুলাই (বৃহস্পতিবার) ২০২৩ খ্রিঃ আনুমানিক ৩ঃ৩০ ঘটিকায় র‌্যাবের আভিযানিক দল কক্সবাজার জেলার সদর মডেল থানাধীন কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে নিখোঁজ ভিকটিম কাউসার প্রধানকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার র‌্যাব- ১৫।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.