যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের: চমক

বিনোদন স্পেশাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছিলেন দেশের শোবিজ অঙ্গনের বহু পরিচিত মুখ। তাঁদের মধ্যেই ছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

তবে সেই প্রতিবাদী অবস্থানের জের ধরেই এবার গুরুতর অভিযোগ তুললেন অভিনেত্রী। জানালেন, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

চমক জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার ব্যক্তিগত ফোন নম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর ফলে একের পর এক অপরিচিত নম্বর থেকে ফোন আসছে বলে জানান অভিনেত্রী।No photo description available.এ প্রসঙ্গে এক ফেসবুক লাইভে এসে চমক বলেন, তাকে ইতিমধ্যেই কয়েক শতবার ফোন করা হয়েছে এবং বারবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আমি মনে করি, আমি অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটি হবে আল্লাহর পক্ষ থেকে সুন্দর উপহার। এটি হবে শহীদি মৃত্যু।’এরপর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘অনেকেই আমাকে নিরাপদে থাকার কথা বলছেন।
তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আমি এ নিয়ে চিন্তিত না। আমি যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের। আর আমি গুলি খাওয়ার ভয়ে বাসায় বসেও থাকব না।’অভিনেত্রীর এই বক্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে।
কেউ তাঁর সাহসী অবস্থানের প্রশংসা করছেন, আবার কেউ উদ্বেগ প্রকাশ করে দ্রুত তাঁর নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *