রাজধানীতে অগ্নিকান্ডে নিহত ০৪, আহত অন্তত ২৫

১৮

মেহেদী হাসান সজীব, ডেস্ক রিপোর্টঃ রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় আজকে শুক্রবার ভোর রাত ৩টার পরে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। নিহতেরা হলেন ঐভবনের নিরাপত্তা কর্মী রাসেল মিয়া, ওয়ালিউল্লাহ ও ভবনের ৪ তলার বাসিন্দা ইডেন কলেজ ছাত্রী সুমাইয়া(২২)। অন্যদিকে এ ঘটনায় হাসপাতালে মৃত্যুর সংগে লড়াই করছেন সুমাইয়ার দগ্ধ বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা। দগ্ধ বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন আছেন। আর অন্যান্য আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে অগ্নিকান্ডের ঘটনায় একটি পোষা পাখি উদ্ধার করে বিরল উদাহরণ সৃষ্টি করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আসার পর টিয়া পাখিটির মালিকের অনুরোধে ল্যাডার লাগিয়ে অক্ষত অবস্থায় পাখিটিকে ভবন থেকে নামিয়ে আনা হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, ভোর রাতের দিকে আরমানিটোলার হাজী মুসা ম্যানসনের নিচতলার কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত হয়। একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কয়েক ঘণ্টা পর তারা আগুন নেভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, কারেন্টের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ভোর রাতের দিকে যখন আগুন লাগে তখন ওই ভবনের বিভিন্ন তলার বাসিন্দারা আটকে পড়েন। তারা ছাদে গিয়ে আশ্রয় নেন আবার অনেকে নিচে নেমে আসেন। এর মধ্যে বেশ কয়েক জন অতিরিক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ক্রেন দিয়ে ভবন থেকে নামিয়ে আনে ফায়ার সার্ভিস। এদিকে উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে তিন/চারজন ফায়ার সার্ভিসের কর্মী ও আহত হন। এ ঘটনার কারন জানতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য পুরান ঢাকার কেমিক্যাল গোডাউনে এটা নিয়ে এই বেশ কয়েকবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২০১৯ সালের অগ্নিকান্ডে বহ হতাহত হয়। সেই থেকেই সচেতন মহল পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানোর জন্য বার বার অনুরোধ করে আসছে।

ছবি: প্রতিকী।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.