মুলাদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪।

১৩

 

সহিদুল ইসলাম সুমন, মুলাদী উপজেলা প্রতিনিধি।২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি বাস্তবায়ন করেন অফিসার্স ইনচার্জ মুলাদী থানা। সকাল ৮ ঘটিকায় কাজিরচর ইউনিয়নের খাসেরহাট বাজার সংলগ্ন শহীদ বীর মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ এবং দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

সকাল ৯ ঘটিকায় উপজেলা প্রশাসন কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু চেয়ারম্যান মুলাদী উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক মুলাদী উপজেলা আওয়ামী লীগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ নিজাম উদ্দিন এর সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন মুলাদী পৌর মেয়র শফিকুজ্জামান রুবেল, সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান, মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুল আহসান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন, পিআইও হানিফ শিকদার, উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান,সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সকাল ১১ ঘটিকায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা মহাসিন উদ্দিন খান, অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও আজ স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধুর সোনার বাংলার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধা গ্রস্ত করতে এখনো সক্রিয় রয়েছে তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুক্তিযোদ্ধা সংসদ মোঃ নিজাম উদ্দিন সমাপনী বক্তব্যে মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রশাসনের পক্ষ থেকে উপহার তাদের হাতে তুলে দেন।

উপজেলা মসজিদে বাদ জোহর উপজেলা নিবার্হী কর্মকর্তার উপস্থিতে দোয়া মোনাজাতের আয়োজন করা হয় এবং বাদ আছর কোরআন খতম করা ছোট ছোট ১৫ টি শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.