কবিতা: মাটি ও মা

২৭

কবি মোঃসাইফুল ইসলাম শামীম (কৃষিবিদ)

মাগো তোমার চরণ তলে
দেশ মাতৃকার মাটি,
তোমার গর্ভে এসে আমি,
গড়ছি সেথায় ঘাঁটি,
মাগো হলাম আমি খাঁটি৷

তোমার গায়ের ঘ্রাণ,
আমি পাই গো মা,
এই মাটিরই মাঝে,
কতদিন দেখিনা তোমায়,
সকাল বিকাল কিবা সাঁঝে৷

রঙ বেরঙে যায় গো বেলা,
মাটি ভালবেসে,
মাগো তোমার কথা মনে হলে,
চোখ দুটো মোর,
অথৈ নোনা জলে ভাসে৷

মাটি আমায় ভালবেসে,
ঠাঁই দিয়েছে তার বুকে,
ঝড় ঝাপটা-আপদ বিপদ,
আসে যতই দুখ,
মাগো তোমার মত স্নেহ তার মুখে৷

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.