ভারতে বাঙালি প্রধানমন্ত্রী সমর্থনে স্যোশাল মিডিয়ায় হ্যাসট্যাগের ঝড়।

৫৮৫

 

আলআমিন, ডেস্ক রিপোর্ট

গত ০২ মে ২০২১ ডাবল সেঞ্চুরি করে মোদি ম্যাজিক কে ম্লান করে তৃতীয় বারের মতো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হন মমতা ব্যানার্জী।

নির্বাচনে ২ বছর আগে হতে মোদি, অমিত শাহ সহ সর্ব ভারতীয় বিজেপি নেতারা এসে বাংলায় প্রচারণা চালায়।

অনেক টিএমসি নেতা কে বিজেপি তে যোগ দেওয়ায়।

হিন্দত্ববাদী রাজনৈতিক দলটি প্রাণপণ চেষ্টা করেও শোচনীয়ভাবে পরাজিত হয়।

০২ মে নির্বাচনে জেতার পর মূখ্যমন্ত্রী মমতা বলেন ” বাংলা কারো কাছে মাথা নত করে না, বাংলা আজ গোটা ভারতকে বাঁচিয়ে দিয়েছে।” তার কথায় ইঙ্গিত ছিল এবার লক্ষ্য দিল্লি।

গতকাল পহেলা জুলাই ভারতীয় বাঙালি বিশেষ করে টিএমসি সার্পোটার রা #BangaliPrimeMinister লিখে সাড়া ফেলে দেন ফেইসবুক, টুইটারে।

দিন যতো যাচ্ছে মমতার পক্ষে জনমত ততো বেশি বাড়ছে।

গোটা ভারতবর্ষে মোদি তথা বিজেপি বিরোধী শক্তি হচ্ছেন মমতা।

ধর্মনিরপেক্ষ ও বৈষম্যহীন ভারত তৈরির কাজ করছেন মমতা।

২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে মোদির জনপ্রিয়তা দিন দিন কমছে।

করোনা নিয়ন্ত্রণে ব্যার্থ ও বিজেপি নেতাদের গোমূত্র পান সহ নানা অবৈজ্ঞানিক কথাবার্তায় ক্রমেই গ্রহনযোগ্যতা হারাচ্ছে বিজেপি।

92% LikesVS
8% Dislikes
Leave A Reply

Your email address will not be published.