চাঁপাইনবাবগঞ্জ মাশরুম চাষ সম্প্রসারণ মাঠ দিবস অনুষ্ঠিত।

চাঁপাইনবাবগঞ্জ ঃ চাঁপাইনবাবগঞ্জ মাশরুম চাষ সম্প্রসারণর মাধ্যম পুষ্টি উনয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়ছ। এ উপলক্ষ গতকাল সামবার বলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জলা প্রশাসকর সম্মলন কক্ষ কষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জর আয়াজন আলাচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জলা প্রশাসক (সার্বিক) আহমদ মাহবুব-উল-ইসলামর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখন জলা প্রশাসক এ ক এম গালিভ খাঁন। অন্যান্যর মধ্য বক্তব্য রাখন, সিভিল সার্জন এস এম মাহমুদুর রশিদ, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. গালাম মাস্তফা, জলা মৎস্য কর্মকর্তা মাঃ মাহবুবুর রহমান, হর্টিকালচার সটারর উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক, উপজলা কষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, মাশরুম উদ্যাক্তা কামরুন নাহার। অনুষ্ঠানর সূচনা বক্তব্য রাখন, কষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জর উপপরিচালক ড. পলাশ সরকার। বক্তারা বলন, মাশররুম চাষর সম্ভাবনাক কাজ লাগাত হব। এরই মধ্য মাশরুমর উনত জাত ও চাষর প্রযুক্তি উদভাবিত হয়েছে। এ জলায় ৯ প্রজাতির মাশরুম চাষ হচ্ছ। যা কষি উন্নয়নে বিশেষ ভুমিকা রাখব। চাঁপাইনবাবগঞ্জ মাশরুম চাষ সম্প্রসারণ মাঠ দিবস অনুষ্ঠিত

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.