ভারতের সাথে সীমান্ত বন্ধ আগামী ১৪ দিন

২৯

সঞ্জয় বৈরাগী,ডেস্ক রিপোর্ট: প্রতিবেশী দেশ ভারতের করোনা পরিস্থিতি ভয়ানক রুপ নেওয়ায় আগামীকাল থেকে দেশটির সাথে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কাল থেকে ভারতের সঙ্গে সকল সীমান্ত বন্ধ থাকবে। আগামী ১৪ দিন ভারত থেকে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া ভারত থেকে প্রবেশকারীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে রাখা হবে। বেনাপোল বর্ডারে গত তিন দিনে ২২ জন কে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে রাখা হয়েছে। তাদের মধ্যে করণা আক্রান্ত দুইজনকে যশোর আইসোলেশন সেন্টার এ পাঠানো হয়।

পরবর্তি কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপাদাত দুই সপ্তাহ ভারতের সাথে সকল সিমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.