বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের উত্তরায়ন সংক্রান্তি উদযাপন ।

১৬

 

রিমন পালিত,বান্দরবান ব্যুরো। নানা আয়োজনের মধ্যে দিয়ে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছে উত্তরায়ন সংক্রান্তি। পৌষ সংক্রান্তিকে উত্তরায়ন সংক্রান্তি বলা হয়।

পৌষ মাসের শেষে প্রতিবছরই সনাতন ধর্মাবলম্বীরা উত্তরায়ন সংক্রান্তি উদযাপন করে।

উত্তরায়ন সংক্রান্তি উপলক্ষে আজ সোমবার (১৫ জানুয়ারি) সকালে বান্দরবান গীতা আশ্রম কমিটির আয়োজনে সদরের নোয়াপাড়া গীতা আশ্রম প্রাঙ্গনে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তরায়ন সংক্রান্তি উপলক্ষে দিনব্যাপী চলছে উষাকীর্ত্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, পার্থ সারথি পূজা, মঙ্গল আরতি পাঠ, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণসহ নানা আয়োজন।

দিনব্যাপী এই মাঙ্গলিক অনুষ্ঠানে জেলার সনাতন ধর্মাবলম্বীরা নারী ও পুরুষেরা অংশ নিয়ে জগতের সুখ শান্তি কামনার পাশাপাশি করোনা মুক্তির লক্ষে বিশেষ প্রার্থনায় মিলিত হয়।

বান্দরবান গীতা আশ্রমের উত্তরায়ন সংক্রান্তি উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার দে বলেন, প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে এই চৈত্র সংক্রান্তি উদযাপন করছি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ।

 

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.