তারাকান্দায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ।

১২

 

প্রভাষক জাহাঙ্গীর আলম , তারাকান্দা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে উপলক্ষে – নারী সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোউক বিনিয়োগ “এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে তারাকান্দা উপজেলা ভবনের সভাকক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী রুনু ঠাকুর , তারাকান্দা উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষিকা কামরুন্নাহার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ শাহীন, গণমাধ্যম ও মানবাধিকার উন্নয়ন সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) ‘র সভাপতি প্রভাষক জাহাঙ্গীর আলমসহ কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক ও ছাত্র /ছাত্রীরা ।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সুলতানা বেগম আকন্দ। আয়োজনে ছিলেন উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক দফতর। নারী দিবসের শুভেচ্ছা নারী আজ স্বয়ংসিদ্ধা। তাঁরা এখন কারও উপরে নির্ভরশীল নয়। উল্টে তাঁদের উপরই দাঁড়িয়ে আছে পরিবার। আবার কখনও তাঁদের উপরেই নির্ভর করছে কোনও দেশের ভাগ্য বা কোম্পানির ভবিষ্যৎ। -বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।-নারীর প্রতি সহানুভূতি নয়, সম্মান প্রদর্শন করুন। যে জাতি নারীদের সম্মান করতে পারে না, সে জাতির উন্নতি অসম্ভব। শুধু আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একদিন নয়, বছরের ৩৬৫ দিনই নারীর প্রতি সম্মান প্রদর্শন করুন। এই সব বিষয় নিয়ে বক্তব্যে নানা দিক ফুটিয়ে তুলেন বিশেষ অতিথি সহ আমন্ত্রিত অতিথিগণ। আলোচনায় বিশেষ ভূমিকায় ছিলেন তারাকান্দা উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষিকা কামরুন্নাহারসহ কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র /ছাত্রী।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.