জীবনের নিয়ম

৮৮

 

লেখক: সাগর হাসান মুক্তার।

দুঃখের ওজন বাড়ছে রোজই

সুখের ওজন বাড়ছে না।

জীবনের কাছে হারছে মানুষ,
জীবন সেতো হারছে না।

কাছের মানুষ ছেড়ে গেলেও
স্মৃতিগুলো ছাড়ছে না।

খুব সহজেই ভুলে যেতে পারে কেউ,
কেউ বা আবার পারছে না।

কত প্রেম অকালে মরে
বিরহ কিন্তু মরছে না।

চোখ থেকে রোজ অশ্রু ঝরছে,
স্বপ্ন গুলো ঝরছে না।

অনেক চাওয়া এক জীবনে,
সব চাওয়া কি পাওয়া হয়?

কিছু কিছু চাওয়া আছে,
চিরকাল শুধু চাওয়াই রয়!

আমারো তো জীবন জুড়ে শুধু তোমার অভাব,
পারছিনা বাদ দিতে তোমায় ভালোবাসার স্বভাব।

পারছি ছুঁতে স্মৃতির মহল,
তোমায় ছুঁতে পারছি কই?

তুমি আমার সবকিছুতেই,
শুধু আমি তোমার নই!

দিনে দিনে দিন বেড়ে যায়,
খুব বেশি নয় এইযে সময় সেতো বড়ই কম।

না যদি থাকো এই কপালে
ভেবে নেবো হয়তো এটাই জীবনের নিয়ম!

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.