কম্পিউটার ল্যাব অপারেটরদের ১০ম গ্রেড দিতে হাইকোর্টের রুল জারি।

৬৭৬

নিজস্ব প্রতিবেদক,শহিদুল ইসলাম।

সারা দেশের বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটধারী কম্পিউটার ল্যাব অপারেটরদের ১০ম গ্রেড দিতে রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট।
সাইফুল ইসলাম ও শহিদুল ইসলাম সহ ২৭জন কম্পিউটার ল্যাব অপারেটরের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৮জুন ২০২৩ইং রবিবার বিচারপতি মোঃ খসরুজ্জামান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশে সংশ্লিষ্টদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট পরিচালনাকারি আইনজীবীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সমমান শিক্ষাগত যোগ্যতা নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম গ্রেড পাচ্ছে অনেকেই।
তাছাড়াও ১৯৯৪ সালের স্বারক নং সন(বিধি-২)২৭/৯৪-১৪৯ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর জন্য ২য় শ্রেণি পদমর্যাদার গেজেট প্রকাশ করা হয় । ২য় শ্রেণি পদমর্যাদার গেজেট থাকা সত্ত্বেও ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটধারী কম্পিউটার ল্যাব অপারেটরদের ১৬তম গ্রেডে বেতন দেওয়া হয় , যা খুবই বৈষম্যমূলক।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.