কবিতা-বসন্ত না আসুক

৪১

লেখক: সাগর হাসান মুক্তার।

ত্রিশটা বসন্তের প্রত্যক্ষদর্শী আমি,
তবুও একটাও বসন্ত আমি ছুঁয়ে দেখিনি।

কত বসন্ত এলো কত যে গেলো,
তবুও আমি ফাগুনের দেখা পাইনি।

শুধু মনে পরে কোন এক বসন্তে
তুমি এসেছিলে আমার জীবনে।

তোমার সাথে কাটানো সেই পাঁচটি বসন্ত
আমি তুলে রেখেছি হৃদয়ের গহীনে ।

ফুটেছিলো শত ফুল শুকনো ডালে প্রেমের আবেশে ,
কষ্টের জীর্ণ পাতাগুলো ঝরে গিয়েছিল সুখের বাতাসে।

আমি গাঁথনি কোন মালা তুমি গাঁথবে বলে,
দিয়ে গেলে তুমি এ কেমন মালা শুধুই চোখের জলে।

তুমি চলে যাবার পর
আমার জীবনে আর কোন বসন্ত আসেনি,

তোমার মতো এমন করে
আর কেউ আমাকে এতোটা ভালো বাসেনি।

শীত-গ্রীষ্ম-বর্ষা অনেক ঋতুই তো আসে জীবনে,
শুধু বসন্ত আসেনা পথ তাঁর ভুলও করে।

এই জীবনের সমস্ত বসন্ত তুমি নিয়ে গেছো,
জানিনা কোন অপরাধের মাশুল ধরে।

আমি গ্রীষ্মের প্রখর খরতাপে তীর্যকভাবে জ্বলে যাই,
আর বর্ষা এলে তোমার কথা ভেবে চোখ দুটো ভিজাই।

তবুও যদি তুমি পেয়ে যাও মুঠো কতক সুখ,
আমার জীবনে আর একটাও বসন্ত না আসুক!

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.