কবিতা: তওবা

১৩১

কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)

দিনটা যেন অগ্নি দাহন,যাচ্ছে ভীষণ খরা,
রাতটাও ভীষণ অস্বস্তিকর, বাড়ছে মনের জ্বালা,
প্রভু,তোমার সৃষ্টির হাই হুতাশ কেমন করে সও,
কি ভুলেতে প্রভু তুমি বিমুখ হলে,মন করিলে কালা?

কারও মনে শান্তি নেই, নেই তো কোন সুখ,
ভিতর বাহির সব জায়গাতেই অশান্তি আর রোগ,
কাজে কর্মে শান্তি নাই,হাফ ছাড়িয়া নাহি বাঁচে,
তোমার বান্দার অধিক পাপের শাস্তি করাইছ বুঝি ভোগ?

খানাপিনাও অতৃপ্তিকর,আগের মত নেই তো কোন স্বাদ,
এক জমিনে তিন ফসল হচ্ছে যদিও আবাদ,
চলবে মানুষ কেমন করে,রথের বল কমছে দিন দিন,
কিসের দোষে করছ এমন প্রভু, দিচ্ছ সবেতে কেন বাঁধ?

দিচ্ছ তুমি মহামারি,মরছে মানুষ ভুরি ভুরি,
কেউ কারো নয় আপন বেশে,দুর থেকে সব হারি,
নতুন নতুন আপদ বিপদ বাড়ছে দ্বন্দ্ব কাড়ি কাড়ি,
কিসের বিভেদ তোমার সনে তোমার সৃষ্টির,দিচ্ছ কেন ঝাড়ি?

সব জানি গো সব জানি আমরা পাপী মস্ত বড়,
তোমার তরে না চাহিয়া, মোরা মাকলুকেতে দৃষ্টি কাড়ি,
আসমান জমিন সবি প্রভু তোমার গেছি ইহা ভুলে,
শয়তানের ধোঁকায় পড়ে,করি তাবেদারী তারি৷

তওবা করি প্রভু তোমায় ভুলিব না আর কভু,
দু হাত তুলে ঊর্ধ্ব পানে সুযোগ দাও গো ক্ষমার,
তওবাকারী তোমার প্রিয়, আল কোরআনে বলা,
সঠিক পথে ফিরে আসার হাত বাড়াও আর একবার৷

আপদ বিপদ মহামারি অস্বস্তিকর উত্তপ্ত এ পরিবেশ,
সকল কিছু তোমার হাতে,নেই তো কেউ আর বিশেষ,
ফিরিয়ে দাও সুখের নীড় তোমায় ভুলিব না কভু মোরা,
তুমি দয়াময়,তুমি মেহেবরবান, তোমার রহমত অশেষ৷

ছবিঃ মোঃ জাহাঙ্গীর আলম শান্ত।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.