কবিতা: গোপন বিয়ে

২২

কবি মোঃসাইফুল ইসলাম শামীম (কৃষিবিদ)

গোপনে বিয়ে করে,
মেতে গেলে লিপ্সায়,
প্রথম স্ত্রীর হক হরণ করেছ,
করনি তার ইচ্ছায়৷

বড় বড় বয়ান ছাড়,
দেও তো খুব ফতোয়া,
গোপন বিয়ের কি ফয়সালা,
আশ্রয় পাবে কার ছায়া?

পাশের বাড়ির মূর্খটা,
বিয়ে করছিল গোপনে,
ঈদ উৎসবে আসল যখন বাড়িতে,
প্রথম স্ত্রী ভীষন কষ্ট পেল মনে৷

মুর্খের চেয়েও অধম তুমি,
গোপন গোপনেই রাখছিলে,
উপর আল্লাহর হয়নি সহ্য,
প্রকাশ করল সর্ব মহলে৷

একের অধিক বিয়ে,
ইসলামে তো নয় হারাম?
সবার সাথে শলাপরামর্শে,
বাদ দিতে হয় শুধু মাহরাম৷

একের অধিক স্ত্রী ছিল প্রায় সকলের
যত নবী এসেছেন জগত সংসারে,
বিশ্ব নবী(সাঃ)নয়তো এর বাহিরে,
সকল স্ত্রীকে রাখতেন সম অধিকারে৷

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.