কক্সবাজারে ৬০,০০০ পিস ইয়াবা’সহ একজন মাদক ব্যবসায়ী র‌্যাব-১৫ এর হাতে আটক |

১৮

মোহাম্মদ আবদুল্লাহ, কক্সবাজার।

কক্সবাজারের টেকনাফ থানার ফুলের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে ৬০,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের পশ্চিম ফুলের ডেইল এর অন্তর্গত টেকনাফ টু কক্সবাজারগামী সড়ক হয়ে একটি ব্যাটারীচালিত অটোরিক্সাযোগে কতিপয় মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অন্যত্র বিক্রয়/স্থানান্তরের উদ্দেশ্যে গমন করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল ২৩শে জুলাই ২০২৩ খ্রিঃ রাত আনুমানিক ১টায় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে অটোরিক্সা চালক মোঃ রমজান আলী নামে এক মাদক কারবারীকে গ্রেফতার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও অটোরিক্সাটি তল্লাশী করে অটোরিক্সার পিছনের সীটের নিচে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর হতে সর্বমোট ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ আরো জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় মোঃ রমজান আলী (২৩), পিতা-আব্দুল গফুর, মাতা-মাহমুদা বেগম, সাং-ওয়াবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই অজ্ঞাত আরো ২/৩ জন মাদক কারবারী পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তির নিকট থেকে জানা যায়। আটককৃত মাদক কারবারী জানায়, সে এবং অজ্ঞাত মাদক কারবারীরা দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।

সর্বশেষ উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও অজ্ঞাত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানা যায়।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.