একের পর এক রেকর্ড ভেঙ্গে মৃত্যুকুপে পরিনত হচ্ছে ভারত

২২

মেহেদী হাসান সজীব, ডেস্ক রিপোর্টঃ কোন কিছুতেই যেন নিয়ন্ত্রণে আসছেনা ভারতের করোনা পরিস্থিতি। প্রতিদিন আক্রান্ত আর মৃত্যু বাড়ছে পাল্লা দিয়ে। আক্রান্তের দিক দিয়ে বিশ্বের সকল দেশের রেকর্ড ভেঙ্গে সে রেকর্ড এখন ভারতের দখলে। মঙ্গলবার একদিনে ভারতে মৃতের সংখ্যা তিন হাজার দুশো ছিয়াশি জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষ বাষট্টি হাজার সাতশ সত্তর জন। মৃত্যর তালিকায় ভারত এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে। পাঁচ লক্ষ বাহাত্তর হাজার মৃত্যুসংখ্যা নিয়ে আমেরিকা তালিকার শীর্ষে, দু নম্বরে ব্রাজিল। মোট মৃত তিন লক্ষ বিরানব্বই হাজার। মঙ্গলবার একদিনে ভারতে মৃতের সংখ্যা তিন হাজার দুশো ছিয়াশি জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষ বাষট্টি হাজার সাতশ সত্তর জন।

মৃত্যুর তালিকায় ভারত এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে। পাঁচ লক্ষ বাহাত্তর হাজার মৃত্যুসংখ্যা নিয়ে আমেরিকা তালিকার শীর্ষে, দু নম্বরে ব্রাজিল। মোট মৃত তিন লক্ষ বিরানব্বই হাজার।মঙ্গলবার একদিনে ভারতে মৃতের সংখ্যা তিন হাজার দুশো ছিয়াশি জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষ বাষট্টি হাজার সাতশ সত্তর জন। মৃত্যর তালিকায় ভারত এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে। পাঁচ লক্ষ বাহাত্তর হাজার মৃত্যুসংখ্যা নিয়ে আমেরিকা তালিকার শীর্ষে, দু নম্বরে ব্রাজিল। মোট মৃত তিন লক্ষ বিরানব্বই হাজার।মঙ্গলবার একদিনে ভারতে মৃতের সংখ্যা তিন হাজার দুশো ছিয়াশি জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষ বাষট্টি হাজার সাতশ সত্তর জন। মৃত্যর তালিকায় ভারত এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে। পাঁচ লক্ষ বাহাত্তর হাজার মৃত্যুসংখ্যা নিয়ে আমেরিকা তালিকার শীর্ষে, দু নম্বরে ব্রাজিল। মোট মৃত তিন লক্ষ বিরানব্বই হাজার। তৃতীয় স্থানে আছে মেক্সিকো দু’ লক্ষ পনেরো হাজার মৃত্যু নিয়ে। ভারতে করোনায় মৃত্যুর হার যেভাবে বাড়ছে তাতে তৃতীয় স্থান পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা।

এদিকে করোনায় এবার নরেন্দ্র মোদির পরিবারের কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষের মৃত্যুতে ভারত জুড়ে এখন এক আতঙ্কে পরিণত হয়েছে। শহরের হাসপাতালগুলোতে জায়গা পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আইসিইউ বেড খালি নেই। চরম সংকট চলছে অক্সিজেন ও প্রাণরক্ষাকারী ওষুধের। শশ্মানগুলোতে লাশ পুড়তে দেখা দিয়েছে কাঠ সংকট।

এদিকে ভারতের চূড়ান্ত সংকটের সময় আমেরিকা তাদের হাত আর একটু প্রসারিত করেছে। জো বাইডেন প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, ভারতে ভ্যাকসিন পাঠানোর। ইতিমধ্যেই অবশ্য আমেরিকা প্রতিশ্রুতি অনুযায়ী পুনের সেরাম ইনস্টিটিউটে ভ্যাকসিন তৈরির কাঁচামাল পাঠিয়েছে। সঙ্গে ভারত সরকারের জন্য এসেছে অক্সিজেন তৈরির মেশিনপত্র, ওষুধ ও পি পি ই কিট।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.