ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ।

২১

ইমান আলী, বিশেষ প্রতিনিধি ঢাকা ।শুক্রবার ১৫ই ডিসেম্বর ২০২৩ রাজধানীর বঙ্গবাজার এলাকা থেকে ইজরায়েলী আগ্রাসোনের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন, আল-আকসা বাইতুল মুকাদ্দাস মসজিদ ও ফিলিস্তিন হেফাজতে প্রতিবাদ কমিটি -আব্দুল হাদী । বিক্ষোভ মিছিলটি বঙ্গবাজার এলাকা থেকে শুরু করে, গুলিস্তানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে,জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে , বাংলাদেশ সচিবালয় এলাকা প্রদক্ষিণ করে যথাস্থানে গিয়ে সমাপ্ত হয় । জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালীন সময়ে, এ বিক্ষোভ মিছিলের নেতৃবৃন্দ বক্তব্য দান কালে বলেন, আমরা ফিলিস্তিনে আর কোন লাশ দেখতে চাই না, আমরা ফিলিস্তিনকে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে দেখতে চাই, আমরা জাতিসংঘের কাছে ফিলিস্তিনের শিশু এবং হাসপাতালের উপর হামলার জবাব চাই, এবং এর সুষ্ঠু বিচার চাই। সেই সাথে আরো বলেন, আজ থেকে ইসরাইলের পণ্য আমরা বয়কট ঘোষণা করলাম, এবং সর্বস্তরের মুসলমানদের ইসরাইলের পণ্য বয়কট করার জন্য উদাত্ত আহ্বান করছি। উল্লেখ্য যে, ৭ ই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের নিজ ভূমির স্বাধীনতা রক্ষায়, সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের উপর রকেট হামলা করে , সেই থেকে শুরু হয় লাগাতার পাল্টা আক্রমণ। দীর্ঘদিন যুদ্ধ চলাকালীন অবস্থায় সন্ত্রাসী ইসরাইল রাষ্ট্র ফিলিস্তিনের হামলা করে শিশুদের উপর এবং ফিলিস্তিনের হাসপাতালের উপর , এতে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় গোষ্ঠীটি । এসব নেক্কারজনক হামলার প্রতিবাদে ভিক্ষুক মিছিল ও মানববন্ধন করেন আল আকসা বায়তুল মুকাদ্দাস মসজিদ ও ফিলিস্তিন হেফাজতে প্রতিবাদ কমিটি -আব্দুল হাদী।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.