ইচ্ছে

১০৯

 

লেখক: সাগর হাসান মুক্তার।

ইচ্ছে হলেই মন বাড়াতে পারো,
আমি তোমার হলেই আর হবোনা কারো।

তোমার একটুখানি ঘুম জড়ানো প্রেমে,
আমার হৃদয় জুড়ে বর্ষা আসুক নেমে।

সব অভিমানের দাবানলে ঢালবো অশ্রুজল,
বলুক লোকে প্রেমের শোকে হয়েছি বদ্য পাগল।

ইচ্ছে হলেই আসতে পারো যখন তখন ছুটে,
তুমি আসবে বলে ঝরছে বকুল পথের ধারে লুটে।

রাতদুপুরে নাড়ছি কড়া তোমার বুকের বারান্দায়,
আলতো পায়ে উঠে এসো মন খারাপের কোন সন্ধ্যায়।

আমার লেখা কবিতাগুলো পড়ছো নাকি পড়ছো না?
যদি পড়ে থাকো তবে কত ভালোবাসি তোমায়?
তা কি বুঝতে পারছো না?

ইচ্ছে হলেই লিখতে পারো বিশাল কোন চিঠি যে,
খুব যতনে চোখ বুলাবো সাজিয়ে পরিপাটি যে।

তোমার মনের ঘরে কাঁটছি যে সিঁদ ঢুকতে সেথা চুপে
ঠিক কতটা জুড়ে আছি আমি? দেখবো নিজেই মেপে।

লাজ শরমের মাথা খেয়ে পড়ছি তোমার প্রেমে,
নিরন্তর এ কোন গভীরতায় যাচ্ছি ক্রমেই নেমে?

ইচ্ছে হলেই তুলতে পারো আমায় তুমি টেনে,
আবার ইচ্ছে হলে ভাসাতে পারো অকূল জোয়ার এনে।

ইচ্ছে হলেই দিতে পারো দুঃখ কয়েক টন,
তোমার জন্য না হয় সইবো দুঃখ এক জীবন।

ইচ্ছে হলেই যে কোন দিন হাত বাড়িয়ে দিও,
আমি মৃত্যু অবধি সেই অপেক্ষায় ঠাঁই দাঁড়িয়ে রবো।

তোমায় ছাড়া এক মুহূর্ত আমি একটুও ভালো নেই,
পুরো পৃথিবীর বিনিময়ে হলেও চাইবো তোমাকেই।

একটা ভুলের কত মাশুল গুনবো বলো আর?
না কি এই জীবন দিয়ে শোধ দেবো ভুল এবার?

ইচ্ছে হলেই করো ক্ষমা ঠোঁটে এঁকে ঐ প্রিয় হাসি,
সত্যি বলছি তোমাকে আজও বড্ড ভালোবাসি।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.