মুন্সীগন্জে ২২ হাজার লিটার ডিজেল সহ দুইজনকে আটক করেছে কোষ্টগার্ড

রাসেল আদিত্য,মুন্সীগন্জ থেকে ফিরে :

মুন্সিগঞ্জের সদর থানা এলাকাধীন পশ্চিম মোক্তারপুরস্থ ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ২২ হাজার লিটার ডিজেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকা সংলগ্ন নদীতে নোঙর করা ট্রলার থেকে এসব তেল জব্দ করা হয়। এর বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে জানা গেছে।আটকৃতরা হলেন, লক্ষ্মীপুরের কমলনগর থানার চর ফলকন গ্রামের নবীর হোসেনের ছেলে মো. তারেক রহমান (১৯) ও পটুয়াখালীর মহিপুর থানার তাহেরপুর গ্রামের সাত্তার সরদারের ছেলে মো. জলিল সরদার (৪২)।
গতকাল ২৪শে সেপ্টেম্বর শনিবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ ত্বকি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এসময় দুটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। সেখানে ট্রলারের বাংকার থেকে প্রায় ১৪ হাজার ও ড্রামভর্তি আট হাজারসহ মোট ২২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। এসময় দুই তেল চোরাকারবারিকে আটক করা হয়।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, আইনি ব্যবস্থা নিতে জব্দ ডিজেলসহ আটকদের মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.